রাজবাড়ীতে পেট্রল পাম্পে ধর্মঘট প্রত্যাহার

রাজবাড়ী প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৫, ১৩:১৯
শেয়ার :
রাজবাড়ীতে পেট্রল পাম্পে ধর্মঘট প্রত্যাহার

খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে রাজবাড়ীতে পেট্রল পাম্পগুলোতে ধর্মঘট চলছিল। এবার তা প্রত্যাহার করায় বুধবার সকাল থেকে তেল সরবরাহ করা শুরু হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে রাজবাড়ীর পেট্রল পাম্পগুলো তেল সরবরাহ বন্ধ করে দেয়। তারপর থেকে তেল নিতে এসে ফিরে যান গ্রাহকরা। পেট্রল, অকটেন ও ডিজেল নিতে এসে ফিরে যায় যানবাহনের চালকেরাও। এতে চরম ভোগান্তির শিকার হন তারা। 

প্রসঙ্গত, খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমকে গত রবিবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবারও তাকে মুক্তি না দেওয়ায় দুপুরের পর রাজবাড়ীতে ধর্মঘট শুরু হয়। পরে রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ায় ফের তেল সরবাহ শুরু হয়।

এ বিষয়ে কাজী ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, গত রবিবার দুপুরের পর থেকে তেলের কোনো গাড়ি আসেনি। আমাদের গাড়ি খুলনা গিয়ে বসে থাকে। তেলেরও সংকট রয়েছে। এরপর মঙ্গলবার দুপুর থেকে ধর্মঘট পালনের কথা জানানো হয়। আমরা বিকেল থেকে পেট্রল পাম্প বন্ধ রাখি। 

ধর্মঘট প্রত্যাহার করায় আজ বুধবার সকাল থেকে আবার তেল সরবরাহ করা হচ্ছে বলে জানান তারা।