বইমেলায় তারকাদের বই
আসছে বইমেলায় তারকাদের বই
প্রতিবছর একুশের বইমেলায় নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে এদেশের তারকাদের বই। তারকাদের লেখা বইয়ের প্রতি ভক্ত-পাঠকদের মনে আলাদা এক কৌতুহলের সৃষ্টি হয়। অভিনয়শিল্পী, গায়ক, গায়িকা, গীতিকবি থেকে শুরু করে কিংবদন্তিতুল্য তারকারাও থাকেন বইমেলায় লেখকদের তালিকায়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না ।
আসন্ন একুশে বইমেলায় প্রকাশিত হবে ফাহমিদা নবীর বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। খুব ছোটবেলা থেকেই ফাহমিদা নবী ডায়েরি লিখতে ভালোবাসেন। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাপ্রবাহ তিনি ডায়েরির পাতায় লিখে রাখেন। এবার সেই লেখাগুলোই বই আকারে প্রকাশ করছেন তিনি। শব্দশিল্প প্রকাশনী থেকে প্রকাশ হতে যাওয়া এই বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। তার প্রকাশিতব্য এই বই নিয়ে ফেসবুকে এক পোস্টে ফাহমিদা নবী লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তে, ডায়েরি লিখতে। খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।’ জীবনের অনেক অভিজ্ঞতাই লেখার মাধ্যমে তুলে ধরেন জানিয়ে এই শিল্পী লিখেছেন, ‘গানের গভীরতায় জীবনবোধ, আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।’
এদিকে বইমেলার আগেই অর্থাৎ গত বছরের শেষে বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’ প্রকাশ পেয়েছে। এই বইটি এবার বইমেলাতেও পাওয়া যাবে। মাত্র দশ বছর বয়স থেকেই মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন আবুল হায়াত। মঞ্চ, রেডিও, টিভি, সিনেমা, বিজ্ঞাপন, সব মাধ্যমেই সফলতার সঙ্গে কাজ করে চলেছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি অনেক নাটকও লিখেছেন তিনি। নিজের জীবনের শৈল্পিক দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার গল্পগুলোই আবুল হায়াত আত্মজীবনীতে লিপিবদ্ধ করেছেন।
তার এই আত্মজীবনী প্রসঙ্গে বরেণ্য অভিনেতা আবুল হায়াত বলেন, ‘জন্ম থেকে এ পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।’ আবুল হায়াতের আত্মজীবনী প্রকাশ করেছে ‘সুবর্ণ’।
নাট্যজগতের অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস ‘বৃত্তবাস’ প্রকাশ করছে মিজান পাবলিশার্স। এই বইটি তিনি তার সদ্যপ্রয়াত মা আয়েশা রহমান নীলুকে উৎসর্গ করেছেন।
এছাড়া অভিনেত্রী শানারেই দেবী শানু ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বইও প্রকাশ পাবে এবারের বইমেলায়। শানুর উপন্যাস ‘বাঘ মানুষ’ প্রকাশ করছে ‘আজব প্রকাশ’। আর অভিনেত্রী আশনা হাবিব ভাবনার একটি উপন্যাস ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’ ও একটি কবিতার বই প্রকাশ পাচ্ছে। বইয়ের প্রচ্ছদ করছেন আনিসুজ্জামান সোহেল।
এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কবিতার বই ‘সুর ছাড়া কবিতারা’ প্রকাশ হচ্ছে ‘আজব প্রকাশ’ থেকে। এর পাশাপাশি গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসানের ‘টাইপ-সি’ উপন্যাস আসছে। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ।
এদিকে এবারের একুশে বইমেলায় নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ও কণ্ঠশিল্পী পুতুলেরও নতুন বই আসার কথা রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি