সুখবর দিলেন স্বাগতা
‘আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে, ইনশাল্লাহ।’ এমন কথার কারণে কিছুদিন আগেই সমালোচনার মুখে পড়তে হয় জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জিনাত সানু স্বাগতাকে। এর ক’দিন আগে অভিনেত্রী জানান, বাবা সংগীতজ্ঞ খোদা বক্স সানুর হাতে গড়া ‘আনন্দম সংগীতাঙ্গন’ নামের স্কুলটির দায়িত্ব নিয়েছেন তিনি।
এবার স্বাগতা জানালেন, ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে তার। অনলাইনে অর্গানিক খাদ্যসামগ্রীর ব্যবসা শুরু করেছেন তিনি। নাম দিয়েছেন ‘ট্রুগানিক বাই স্বাগতা’। আর অফিস নিয়েছেন ঢাকার বনানীতে। এখান থেকে বিভিন্ন অর্গানিক খাদ্যসামগ্রী বিক্রি করবেন তিনি।
আরও পড়ুন:
হরতাল-অবরোধে শীতের পোশাক ব্যবসায় মন্দা
স্বাগতার কথায়, ‘আমাদের দেশে সাধারণত অর্গানিক ফুড বলে অনেকে ক্রেতাদের ধোঁকা দেন। আমি সেটা করব না। আমাদের নিজেদের একটা ফার্ম আছে। সেখানে ধানসহ অন্যান্য ফসল হয়। আছে গবাদিপশুর খামারও। নিজেদের পণ্যই বিক্রি করব, কোনো তৃতীয় হাত থাকবে না। ফলে দামও কম রাখতে পারব আমরা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি জানান, ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলা শহরে ‘ট্রুগানিক বাই স্বাগতা’র আউটলেট খোলার ইচ্ছে আছে অভিনেত্রীর।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট