ফের মা হলেন প্রসূন আজাদ
আবারও মা হলেন লাক্স সুপারস্টার’খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদ। গেল সোমবার পুত্র সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন বলেন জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
প্রসূন জানান, আজ বুধবার হাসপাতাল থেকে বাসায় ফেরার সিদ্ধান্ত নেবেন তারা।
দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রথমবার তো অনেক এক্সসাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। সন্তানের মুখ দেখে কেঁদেছিলাম। এবার সেলফ রেসপেক্টটা বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন প্রসূন আজাদ। এরপর ২০২২ সালে প্রথম পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী। তারপর থেকেই সংসারে মনোযোগী তিনি।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
২০১২ সালে রিয়্যালিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানারআপ হয়েছিলেন প্রসূন আজাদ। তারপর শোবিজে পা রাখেন। পরবর্তীতে একাধিক নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি। সবশেষ ‘পদ্মপুরাণ’ সিনেমায় দেখা গেছে প্রসূনকে।