সংঘাত এড়াতে কুতুববাগের ওরস স্থগিত

অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৫, ১০:১৭
শেয়ার :
সংঘাত এড়াতে কুতুববাগের ওরস স্থগিত

রাজধানীর তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও কতিপয় আলেম ওলামাদের সঙ্গে কোন ধরনের সংঘাত যাতে না হয় তাই এই সিদ্ধান্ত নিয়েছে কুতুববাগ দরবার কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার রাতে দরবারের পীর ও মুর্শিদ শাহ সূফী হজরত সৈয়দ জাকির শাহ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ জানুয়ারি প্রায় শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দারা কুতুববাগীর ওরস বন্ধের দাবিতে ফার্মগেট এলাকায় জড়ো হয়ে মানববন্ধন করেন। পরে তেজগাঁও কলেজের সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা কুতুববাগ দরবার শরীফের মূল ভবনের সামনের দিকে এগিয়ে যান। ওই সময় সড়কের পাশে ওরস উপলক্ষে তৈরি করা আলোকসজ্জাসহ অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয়। একই সময় তারা ‘কুতুববাগীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আল-কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’ এমন নানা স্লোগান দেন।

পরবর্তীতে উত্তেজিত জনতা আনোয়ারা মাঠের সামনে গড়ে তোলা ওরসের গেট ও পেন্ডেলের সামনেও ভাঙচুরের চেষ্টা চালালে আলেমরা তাতে বাধা দেন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক থেকে তাদের সরিয়ে দেন।

উল্লেখ্য, ৩০ ও ৩১ জানুয়ারি রাজধানীর ফার্মগেট ৩৪ ইন্দিরা রোড কুতুববাগ দরবার শরিফের বার্ষিক মহাপবিত্র ওরস অনুষ্ঠিত হবার কথা ছিল। দরবারসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।