মহার্ঘ ভাতা কে ঘোষণা করেছে, জানতে চাইলেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৫, ১৮:৩৯
শেয়ার :
মহার্ঘ ভাতা কে ঘোষণা করেছে, জানতে চাইলেন অর্থ উপদেষ্টা

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সরকার মহার্ঘ ভাতা ঘোষণা দেয়নি জানিয়ে এ ঘোষণা কে দিয়েছে জানতে চাইলেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল? কে দিয়েছে ঘোষণা, আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে মন্ত্রণালয় বলবে, দেব কি দেব না। তারপরে ঘোষণা হবে।’

অর্থ মন্ত্রণালয়ে মহার্ঘ ভাতা নিয়ে ফাইল গিয়েছে জানানো হলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘গেছে, আমরা তো এখনও ঘোষণা দিইনি। আমি তো এখনও সিদ্ধান্ত দিইনি।’

এর আগে, গত ৯ জানুয়ারি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। সেদিন তিনি বলেন, আগামী ৩০ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে।