শাহজালাল বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার সাদ্দাম
সৌদি আরব থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই আটক হন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। গতকাল সোমবার রাতে তাকে আটক করে করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে তাকে কুমিল্লার দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্ত করলে তারা গ্রেপ্তার দেখিয়েছে।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন দেবীদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার বাসিন্দা। তিনি দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলশিক্ষার্থী সাব্বির হোসেন হত্যা মামলার আসামি সাদ্দাম হোসেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।