‘গরম জল’ ঢালতে চাওয়া অরুণা বিশ্বাস বললেন, ‘আমাদের বোকা বানিয়েছে’

বিনোদন প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৫, ১৭:১৭
শেয়ার :
‘গরম জল’ ঢালতে চাওয়া অরুণা বিশ্বাস বললেন, ‘আমাদের বোকা বানিয়েছে’

ছাত্র-জনতার গণআন্দোলন ঠেকাতে দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন শোবিজের একদল শিল্পী। বিগত সরকারের (শেখ হাসিনা) পক্ষ হয়ে কাজ করেছিলেন তারা। খুলেছিলেন ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যার কারণে তুমুল সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই গ্রুপে থাকা শিল্পীদের।

৫ আগস্ট সরকার পতনের পর এখনও অনেক তারকা আছেন আত্মগোপনে। কেউ আবার দেশ ত্যাগ করে পাড়ি জমিয়েছেন বিদেশে। তাদেরই একজন অভিনেত্রী অরুণা বিশ্বাস। যিনি গণআন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ‘গরম জল’ ঢালতেও বলেছিলেন।

বর্তমানে এই অভিনেত্রী আছেন কানাডায়। শেখ হাসিনা পালানোর পর তিনিও দেশ ত্যাগ করেন আত্মগোপনে। এরপর অনেকটাই নিশ্চুপ ছিলেন এই অভিনেত্রী। ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে সম্প্রতি ফেসবুকে সক্রিয় অরুণা বিশ্বাস। তারই ধারাবাহিকতায় এবার তিনি ক্ষোভ ঝাড়লেন ‘আলো আসবেই’ গ্রুপে থাকা আরেক অভিনেত্রী সোহানা সাবার পোস্টের ঘরে।

আজ মঙ্গলবার সোহানা সাবা অন্য একজনের পোস্ট শেয়ার করেন তার ফেসবুকে। যেখানে শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’র একজন (নাম প্রকাশ করা হয়নি) শিল্পীকে নিয়ে সমালোচনা করা হয়। আর সেই পোস্টে এসে মন্তব্য করেন অরুণা বিশ্বাস।

তার কথায়, ‘এরা গিরগিটি, এরা ধান্দাবাজ। এরা নিজেদের লুকিয়ে আমাদের ভিতরে ঢুকে কাজ বাগিয়েছে, কোটি কোটি টাকার কাজ করেছে। চেহারা বদলে এখনও কাজ করছে। আমাদের বোকা বানিয়েছে, দালাল তো ওরা। ফ্যাসিস্ট ওরা।’