ট্রেনের টয়লেটের মান উন্নত করতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৫, ১৬:১২
শেয়ার :
ট্রেনের টয়লেটের মান উন্নত করতে কমিটি গঠন

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও টয়লেটের মান উন্নত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীনের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

কমিটিতে রেলওয়ের সিএমইকে (পূর্ব) আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সিসিএম (পূর্ব), ডিআরএম চট্টগ্রাম, ডিআরএম ঢাকা, ডিসিও চট্টগ্রাম ও ডিসিও ঢাকাকে সদস্য করা হয়েছে।

মো. সুবক্তগীনের সই করা ওই চিঠিতে জানানো হয়, যাত্রীবাহী ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা সন্তোষজনক নয় এবং টয়লেটসমূহ প্রায়ই অনুপযোগী থাকে। সম্প্রতি সরকারের একটি বিশেষ সংস্থার কর্মকর্তারা বিভিন্ন ট্রেনের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে পরিষ্কার ও সন্তোষজনক পাননি। এসব বিষয়ে কর্মকর্তারা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা অসন্তোষ প্রকাশ করেছেন।

এতে আরও বলা হয়, সরেজমিনে বিভিন্ন ট্রেন পরিদর্শনপূর্বক ত্রুটি বিচ্যুতি সংশোধনের লক্ষ্যে পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। জরুরি ভিত্তিতে বিভিন্ন ট্রেনে পরিদর্শন করে ত্রুটি বিচ্যুতি সংশোধনের লক্ষ্যে তাৎক্ষণিক কার্যক্রম গ্রহণ করার কথাও বলা হয়েছে চিঠিতে।