হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁও, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৫, ১৬:০০
শেয়ার :
হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদ থেকে নয়ন হোসেন (৩০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

নিহত নয়ন হোসেন রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ে সাদিপুর বেলপাড়া এলাকায় বাড়িভাড়া নিয়ে বসবাস করতেন।

নিহতের ভাই জীবন হোসেন বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় নয়ন মিয়া এক মহিলা যাত্রীকে নিয়ে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বেলপাড়া এলাকা থেকে লাঙ্গলবন্দ এলাকায় আসেন। পরে তিনি আর বাসায় ফিরেননি। আজ তার মরদেহ পাওয়া গেছে। আমার ভাইয়ের হত্যাকারীকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।’

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় নয়নের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটো ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য যাত্রী সেজে নয়নকে হত্যা করা হতে পারে। পরে মরদেহ নদীতে ফেলে রেখেছে তারা।’