নাটোর স্টেশনে দুর্ভোগে যাত্রীরা
বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় রাত ১২টা থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় নাটোর স্টেশনে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বিকল্প ব্যবস্থায় ছোট ছোট যানবাহনে দ্বিগুণভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। অপরদিকে অগ্রিম টিকিট সংগ্রহকারীদের স্টেশন কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত দিলেও কখন থেকে ট্রেন চলাচল সচল হবে জানাতে পারছে না স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, নাটোর রেলওয়ে স্টেশন দিয়ে দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ২৮/৩০টি ট্রেন চলাচল হয়ে থাকে। এ পরিপ্রেক্ষিতে রাজশাহী থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে না আসায় দুর্ভোগে পড়ে উত্তরাঞ্চলের জেলার যাত্রী সাধারণ। ট্রেন চলাচল না করায় বিকল্প যানবাহনে দ্বিগুণ ভাড়া দিয়ে জয়পুর হাট যেতে হবে বলে জানান মিঠু নামের একজন যাত্রী।।
এ প্রসঙ্গে নাটোর রেলওয়ে স্টেশনের টিকিট মাস্টার আতিকুল ইসলাম জানান, অগ্রিম টিকিট সংগ্রহকারীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়েছে। এছাড়া কোনো ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে না। নির্দেশনা পেলে পুনরায় টিকিট দেওয়া শুরু হবে।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুন্নাহার জানান, সকাল থেকে নাটোর থেকে কোনো ট্রেন যায়নি। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে লোকো মাস্টার আসরাফ আলী জানান, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং অন্যান্য সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় গতকাল সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। দাবি না মানায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।