‘বাংলাদেশেও ফেরাউন ছিল, সেটা হলো মহিলা ফেরাউন’

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৫, ১০:০০
শেয়ার :
‘বাংলাদেশেও ফেরাউন ছিল, সেটা হলো মহিলা ফেরাউন’

বিশিষ্ট ধর্মীয় আলোচক মাওলানা শামসুজ্জামান বলেন, ‘দুনিয়তে যত ফেরাউন এসেছে, সব ছিল পুরুষ। আমাদের দৃষ্টিতে বর্তমান সময়ে একটাই ইতিহাস প্রমাণ করে, বাংলাদেশে যে ফেরাউন এসেছে, সেই ফেরাউন ছিল মহিলা ফেরাউন।’

গতকাল সোমবার রাত ১০টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুরে বাজারের পাশে মাদ্রাসার ওয়াজ মাহফিলে এসব কথা বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা দেখলেন না বিগত কয়েক মাস আগে কয়েকটি বছর পর্যন্ত বাংলাদেশের আলেম উলামের ওপর কি রকম জুলুম নির্যাতন স্টিমরোলার চালিয়েছিল এক অত্যাচারী নেত্রী।’

তিনি আরও বলেন, ‘দিনের দাওয়াত দিলে, ভাল কাজ করলে, মারহাবা আসবে না, তাদের জন্য আসবে টেনশান, আসবে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাবের মত মানুষ। তবে, আল্লাহপাক চিরদিন মুসলমানদের জালেমদের কাছে বন্দী রাখেন না।’

হাওর এলাকায় অবহেলিত এলাকার মানুষের জন্য সোলেমানপুর হযরত শাহজালাল (রহ.) সিনিয়র মাদ্রাসা, আল্লামা আব্দুল জব্বার (রহ.) দারুল উলুম ক্বাওমী মাদ্রাসা, দারুল হাদিস গুলবাহার মহিলা টাইটেল মাদ্রাসা, শাহজালাল (রহ.) হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা এবং ক্বওমী মাদ্রাসা ইটেল মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করতে পেরে আল্লাহর শুকরিয়া প্রকাশ করছি বলে উল্লেখ করেন বর্তমানে লন্ডনে স্থায়ী বসবাসরত এই ইসলামিক বক্তা।

সোলেমানপুরে বাজারের এক মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত ইসলামী এই মহাসম্মেলনে মাওলামা শাহজাহানসহ প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল শিক্ষকসহ কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।