আজ দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম, এরপর নতুন কর্মসূচি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির বিষয়ে সচিবালয়ে বৈঠকের পর তাদের সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানান হয়নি। এ পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
তবে, নির্ধারিত এই সময়ের মধ্যে তাদের দাবি পূরণে লিখিত আশ্বাস কিংবা জাতীয়করণের রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা যায়।
গতকাল সোমবার রাত পৌনে দশটার দিকে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে দ্বিতীয় দিনে রাতেও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল হান্নান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বিষয় নিয়ে আজ (সোমবার) সচিবালয়ে মিটিং হয়েছে। মিটিং-এর পর আমাদেরকে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কিছুই জানায়নি এখনো।’
তিনি আরও বলেন, ‘আমরা আগামীকাল দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচি তখন পর্যন্ত চলবে। এর মধ্যে আমাদের দাবি পূরণের কোনো রোডম্যাপ, প্রজ্ঞাপন বা লিখিত আশ্বাস না দিলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?