ট্রেনে কর্মবিরতিতে ভোগান্তি /

যাত্রা বাতিল হলে টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা

অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৭
শেয়ার :
যাত্রা বাতিল হলে টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে রেলস্টেশনে আসা যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। যদিও ট্রেনের যাত্রা বাতিল হতে পূর্বে ক্রয়কৃত টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা।

গতকাল সোমবার দিনগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

আজ ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আসা যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। তাদের দাবি, আগে থেকে জানিয়ে দিলে এমন পরিস্থিতিতে পড়তে হত না।

যাত্রীরা জানান, স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ। তাই কাউন্টারে এসেই বিপাকে পড়তে হয়েছে। শীতের মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

সকাল থেকে স্টেশনের প্ল্যাটফর্ম ও অন্যান্য লাইনে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে কোনো ট্রেনের সঙ্গেই ইঞ্জিন নেই। স্টেশনে কর্মরত রানিং স্টাফ টিটিই, গার্ড ও ট্রেন চালক কারো দেখা মেলেনি। বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শত শত যাত্রী স্টেশনে এসে ঘুরে চলে যাচ্ছেন। স্টেশনের মাইকে ঘোষণা করা হচ্ছে অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ থাকার কথা। 

এদিকে আজ মঙ্গলবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি। এ কারণে আজ ২৮ জানুয়ারি থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তবে রেলের যাত্রা বাতিল হলে পূর্বে ক্রয়কৃত টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ফেরত দেওয়া হবে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুসাঙ্গিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।