৭ বছর পর ফিরছেন ফারিয়া

বিনোদন সময় প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
৭ বছর পর ফিরছেন ফারিয়া

২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এর পর প্রযোজনা প্রতিষ্ঠানটির একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর আর জাজের কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। সাত বছর পর ফারিয়া আবার পুরনো ঘরে ফিরছেন। ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন থ্রি’তে তাকে দেখা যাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জাজের কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফারিয়া জানান, ঘরে ফেরার মতো আনন্দ হচ্ছে তার। গত বছর এ অভিনেত্রীর কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে নতুন বছর নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে। ফারিয়া বলেন, ‘২০২৫ আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। ভালো লাগার বিষয় হলোÑ নতুন বছর শুরু হচ্ছে সিনেমা দিয়ে।’

২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করে। সেই ধারাবাহিকতায় গত বছর মুক্তি পায় ‘মোনা : জ্বীন টু’। পরিচালনায় ছিলেন কামরুজ্জামান রোমান। ‘জ্বীন থ্রি’ও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। তবে এখনই সিনেমার গল্প ও অন্য কলাকুশলীদের বিষয়ে কথা বলতে চাননি তিনি। জানালেন, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম। সেখানে থাকবে চমক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিনেমার শুটিং। চলতি বছর কোনো এক উৎসবে এটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।