কোন ঘটনা বিশ্বকে জানাতে চান সুনীল?

বিনোদন প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৫, ১৪:৪৯
শেয়ার :
কোন ঘটনা বিশ্বকে জানাতে চান সুনীল?

‘ঈশ্বরের এই বিশাল আকাশের নিচে আমাদের কোনো ঠাই হলো না ক্যান?- সুনীতা দেবী। ‘রিফিউজি গে দ্যাশ জাত বলে কিছু আছে নাকি?- পলাশ। ‘কয়দিন এদিক-ওদিক কিছু ঘটনা ঘটবে, তুমি শুধু চোখ-কান-নাক সব বন্ধ রাখবা’- কাজী। ‘অত্যাচারের কথা সারা দুনিয়ার বুঝমান সমস্ত মানুকে জানাতি হবি- সুনীল। কথাগুলো চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’র বিভিন্ন চরিত্রের সংলাপ। গতকাল রবিবার প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার। সেখানে সংলাপগুলো স্পষ্ট।

লাইনগুলো একসঙ্গে মেলালে সিরিজের গতিপথ নিয়ে কিছুটা ধারণা পাওয়া যায়। ‘রিফিউজি’, ‘অত্যাচার’ শব্দগুলো থেকে কিছুটা হলেও অনুমান করা যায় নিপীড়নের কোনো গল্পই উঠে আসছে এতে। আর গল্পটি দর্শকদের ভিন্ন দুটি সময়ের মধ্যদিয়ে নিয়ে যাবে। একটি ১৯৭৯ অন্যটি ২০০২ সাল। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ’ফেউ’।

নির্মাতা সুকর্ন সাহেদ ধীমানের ভাষ্যে, ‘সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটি ফিকশনাল গল্প বলতে চেয়েছি। যেখানে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে স্থানীয় রাজনীতি ও সংস্কৃতিও উঠে আসবে।’

স্থানীয় রাজনীতি ও সংস্কৃতি বোঝাতে নির্মাতা দেশের খুলনা-মোংলা অঞ্চলের কথা বোঝাতে চেয়েছেন। এ জায়গার নাম দেখানো হয়েছে ট্রেলারে। অস্তমিত সূর্যের আলোয় এক যুবক ছুটছে নৌকা নিয়ে, একা। তার এই ছুটে চলা কিসের জন্য, তা বোঝা যায় সংলাপের মধ্যে। সংলাপে সে তার বাবা বেঁচে আছেন না মারা গেছেন, সেই কথা জানতে চান।

মূলত এই প্রশ্ন থেকেই গল্পের ভেতর ঢুকতে থাকে ড্যানিয়েল, অর্থাৎ নৌকায় থাকা ছেলেটি। গল্পের ভেতর কী অপেক্ষা করছে তা বোঝা যাবে আগামী ২৯ জানুয়ারি রাত ১২টায়। ওদিন মুক্তি পাবে সিরিজটি। ড্যানিয়েলের এই যাত্রায় পাওয়া যাবে তার বন্ধু সোহেলকেও। এই দুই তরুণ তুর্কি যত এগিয়ে যেতে থাকে, ততই বেরিয়ে আসতে থাকে চাপা পড়ে থাকা ইতিহাস।

ড্যানিয়েল চরিত্রে অভিনয় করেছেন তানভীর অপূর্ব আর সোহেল চরিত্রে আছেন হোসাইন জীবন। এই দুই তরুণের কাঁধে বড় দায়িত্ব দিয়েছেন পরিচালক। তারা সেটা বেশ ভালোভাবেই পালন করেছেন বলে মনে করেন নির্মাতা। দুজনেই লেখাপড়া করছেন, যুক্ত আছেন অভিনয়ের সঙ্গে। পরীক্ষা-নিরীক্ষার পরেই ’ফেউ’তে সুযোগ পেয়েছেন দুজন।

সিরিজটি গড়ে উঠেছে মরিচঝাঁপি ম্যাসাকারের অনুপ্রেরণায়। এতে কাজী চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুনীল চরিত্রে চঞ্চল চৌধুরী, মার্শাল চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরান, সুনীতা দেবী চরিত্রে তাহমীনা অথৈ, পলাশ চরিত্রে অভিনয় করেছেন রিজভী রিজু।

নির্মাতা সুকর্ন সাহেদ ধীমানের মতে, সিরিজের সব চরিত্রই রাজনৈতিক এবং তার দেখা খুলনা-সুন্দরবন অঞ্চলের রাজনৈতিক গল্পটাই বলতে চেয়েছেন ‘ফেউ’-এ।