চুরির অপবাদে বৃদ্ধকে মারধর, কান ধরিয়ে ঘোরানো হয় বাজারে

ফরিদপুর প্রতিনিধি
২৭ জানুয়ারী ২০২৫, ১১:১৬
শেয়ার :
চুরির অপবাদে বৃদ্ধকে মারধর, কান ধরিয়ে ঘোরানো হয় বাজারে

ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চুরির অপবাদে এক বৃদ্ধকে মারধর ও কান ধরিয়ে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে।

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে তীব্র সমালোচনা করছেন স্থানীয়রা। অনেকে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।

ভিডিওতে দেখা যায়, ৭৫ বয়সের এক বৃদ্ধকে কান ধরে দাঁড়িয়ে রেখে মারধর ও গালিগালাজ করেছেন বাজারের কিছু লোকজন। কয়েকজন লোক বৃদ্ধকে কান ধরিয়ে কিলঘুষি মারতে মারতে বাজারে ঘোরাতে দেখা যায়। কয়েকজনের হাতে লাঠি দিয়ে তাকে আঘাত ও চোর চোর বলে গালাগালি করতে শোনা যায়।

কালামৃধা বাজারের ব্যবসায়ী মো. ইব্রাহিম জানান, রবিবার সকাল ১০টার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনছিল। তখন ওই ক্রেতার মোবাইল ওই বৃদ্ধ লোকটি নিয়ে যান। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটক করে কান ধরে উঠবস করান। পরে বৃদ্ধকে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেন। তবে বৃদ্ধর পরিচয় পাওয়া যায়নি। শুধু বলেছে, মহিলা রোড ফরিদপুর এলাকায় তার বাড়ি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘আমি ভিডিওটা দেখি নাই এবং এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’