বাড্ডায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজধানীর আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় চালক আব্দুস সালামকে (৬৫) হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। গতকাল রবিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আবদুস সালাম শেরপুর সদর উপজেলার যুগনিবাগ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বর্তমানে মেরুল বাড্ডা আনোয়ারের রিকশা গ্যারেজে থাকতো।
মৃতের ভাতিজা মো. সুজন বলেন, তার চাচা সালাম পাঁচ দিন আগে গ্রাম থেকে ঢাকায় রিকশা চালানোর উদ্দেশ্যে এসেছে। সন্ধ্যায় মেরুল বাড্ডায় গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়েছিল। আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় যাত্রীবেশে ছিনতাইকারীরা ভারী বস্তু বা রড দিয়ে তার মাথায় আঘাত করে রাস্তায় ফেলে রেখে রিকশাটি নিয়ে যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
খবর পেয়ে সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় দিবাগত রাত পৌনে ২টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
সুজন আরও বলেন, ঘটনাস্থলে রক্তমাখা লোহার রড জাতীয় (রিকশার এক্সেল) পরেছিল ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বাড্ডা থানার উপপরিদর্শক এসআই মো. মাহফুজুল হাসান ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, এটি ছিনতাইয়ের ঘটনায় হত্যাকাণ্ড ছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা সে বিষয়ে ও তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।