পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি
২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৮
শেয়ার :
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। বৃষ্টির মত কুয়াশা ঝরছে। কুয়াশা ও হীমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে।

আজ সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১ থেকে ১২ কিলোমিটার।

তিনদিন পর গত রবিবার দুপুরের দিকে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিলে। তবে তেমন উত্তাপ ছড়াতে পারেনি। আজ সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। কুয়াশাচ্ছন্ন ছিল সমগ্র এলাকা। রবিবার সকাল ৯ টায় এখানে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। রাতে বৃষ্টির মত কুয়াশা ঝরছে। কুয়াশায় ভিজে যাচ্ছে পথ-ঘাট।

এ জেলায় দীর্ঘদিন শীত অব্যাহত থাকায় এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষ। শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জরুরি প্রয়োজন ছাড়া এই শীতে মানুষজন ঘর থেকে কম বের হচ্ছে। তবে জীবিকার প্রয়োজনে যারা বাইরে যেতে বাধ্য হচ্ছেন, তাদেরও তীব্র শীতের সঙ্গে লড়াই করতে হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় আবহাওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।