প্রত্যাহারের শেষ দিনে লেবাননে ১৫ জনকে হত্যা করল ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৫, ২১:৩২
শেয়ার :
প্রত্যাহারের শেষ দিনে লেবাননে ১৫ জনকে হত্যা করল ইসরায়েলি সেনা

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আজ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কথা। কিন্তু আজ রবিবার তাদের গুলিতে অন্তত ১৫ জন লেবানিজ নাগরিক মারা গেছেন। এক বিবৃতিতে লেবাননে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাড়ি ফিরতে থাকা বেসামরিকদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনা। এতে ১৫ জন নিহত হন এবং ৮৩ জন আহত হন। 

লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র বলেন, এসব এলাকায় এখনো সাধারণ নাগরিকদের ফেরা নিরাপদ নয়।

ইসরায়েল ও লেবাননের মধ্যে ২৭ নভেম্বর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েলকে পর্যায়ক্রমে ব্লু লাইনের দক্ষিণে এবং লেবাননের সেনাবাহিনীকে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে সরিয়ে নিতে হবে। কিন্তু আজ রবিবার ছিল সেনা প্রত্যাহারের শেষ দিন। এখনো প্রত্যাহারের ব্যাপারে কিছু জানায়নি আইডিএফ।

বিবিসি লিখেছে, এটি লেবাননের প্রেসিডেন্ট, সেনাবাহিনীর প্রধান যোসেফ আউনের জন্য প্রথম বড় ধরনের পরীক্ষা, যিনি দেশটিতে স্থিতিশীলতা আনতে চান। আউনের দপ্তর বলেছে, দক্ষিণের পরিস্থিতি মোকাবেলা করতে ‘নিবিড় যোগাযোগ ও পরামর্শ’ অব্যাহত রাখা হয়েছে, এগুলোর মধ্যে ‘বিপজ্জনক ইসরায়েলি অনুশীলনও’ অন্তর্ভুক্ত।