নারায়ণগঞ্জে ডিবি সদস্য পরিচয় দেওয়া দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৫, ১৭:১৬
শেয়ার :
নারায়ণগঞ্জে ডিবি সদস্য পরিচয় দেওয়া দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের গোয়েন্দা সংস্থার (ডিবি) পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে ফয়সাল (২৫), বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুলা এলাকার আলম মিয়ার ছেলে সোহান মিয়া (২৬)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় একদল ভুয়া ডিবি পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফয়সাল, সোহান মিয়া নামের দুই জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ডিবি লেখা পোশাক, ৩টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নিয়মিত আইনে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।