জনাব সরকার, কাজের সরকার হন: নিপুন

বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৫, ১৭:০০
শেয়ার :
জনাব সরকার, কাজের সরকার হন: নিপুন

ছাত্র-জনতার গণআন্দোলন থেকে শুরু করে অন্তবর্তী সরকার গঠন- নানা ইস্যুতেই সরব আছেন নির্মাতা আশফাক নিপুন। নির্ভয়ে লিখে যাচ্ছেন নিজের কথা। আর প্লাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। তারই ধারাবাহিকতায় নির্মাতা এবার মুখ খুললেন চিত্রনায়িকা পরীমণির ইস্যুতে।

আশফাক নিপুনের কথায়, ‘মবের প্রতিবাদের মুখে পরীমণির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদগীরণের পরপরই তার বিরুদ্ধে দায়ের করা পুরোনো মামলায় হাজিরা দিতে না যাওয়ায় গ্রেপ্তারের আদেশ জারি বড়ই কাকতালীয়, সরকার।’

তিনি আরও বলেন, ‘আবার সাজাপ্রাপ্ত দাগি আসামি সকলের জামিনে বের হয়ে ত্রাস সৃষ্টি করা মোটেও কাকতালীয় না। ঠিক যেমন আদিবাসীদের ওপর সভেরন্টি গ্রুপের হামলাও কাকতালীয় না, আবার নারী অভিনেতাদের তথাকথিত “মব”র প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন করতে না পারাও এখন আর কাকতালীয় না।’

অন্তবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে নিপুন বলেন, ‘কাকতালীয় বা অকাকতালীয় কোনো সরকারই হইয়েন না। জনাব সরকার, কাজের সরকার হন। “মব” ঠেকান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের ধরার ব্যবস্থা করেন। না হলে আপনাদের পায়ের নীচ থেকে মাটি সরে যাওয়াও কাকতালীয় হবে না।’

বলা দরকার, গতকাল শনিবার টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। নায়িকা আসবেন- এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে ঠেকানোর প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। স্থানীয়দের প্রবল প্রতিরোধ ও হুমকির মুখে স্থগিত করা হয় অনুষ্ঠানটি।

আর আজ রবিবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।