সিরিয়ায় গোপনে কাকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সশস্ত্র গোষ্ঠী আইএসকে মোকাবিলায় সিরিয়ার নতুন সরকারকে তথ্য দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তাকে উদ্ধৃত করে এমনটা দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও হায়াত আত তাহরির শামসের (এইচটিএস) প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। সিরিয়ার নতুন সরকার এই গোষ্ঠীই গঠন করেছে।
গত ৮ ডিসেম্বর স্বৈরাশাসক বাশার আল-আসাদের পতনের পর পরোক্ষাভাবে দায়িত্ব নেয় এইচটিএস। দায়িত্বগ্রহণের দুই সপ্তাহ পর তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করা হচ্ছে যেন আইএস এখানে আবার শক্তিশালী হতে না পারে।
১১ জানুয়ারি একটি শিয়া মসজিদে আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয় সিরিয়া। দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই ওই তথ্য নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল। তার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেয় সিরিয়া এবং হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে ওয়াশিংটন পোস্টে প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো জানানো হয়নি।