আমার খারাপ সময় যাচ্ছে: স্বাগতা

বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৫, ১৩:৫৮
শেয়ার :
আমার খারাপ সময় যাচ্ছে: স্বাগতা

‘আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে, ইনশাল্লাহ।’ এমন কথার কারণে কিছুদিন আগেই সমালোচনার মুখে পড়তে হয় জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জিনাত সানু স্বাগতাকে। নেটদুনিয়ায় বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার করেও দমানো যায়নি এই অভিনেত্রীকে।

সম্প্রতি এক অনুষ্ঠানের অতিথি হয়ে স্বাগতা বলেন, ‘বাংলাদেশের সমাজ অনুযায়ী নিজের পরিবারই ডিভোর্স ভালো চোখে দেখে না, তারা মানতেই চায় না এটা। পরিবারও দোষ দেয় এই খারাপ সময়ে। যত দোষ নন্দ ঘোষ। নারীদের নাম হওয়া উচিত নন্দ ঘোষ।’

তিনি আরও বলেন, ‘লিভ টুগেদার সম্পর্কের খবর আসার পর এখনো যাদের স্বভাব খারাপ, তারা রাত-বিরাতে আমাকে ফোন দিয়েছে।’

কথায় কথায় স্বাগতা বলেন, ‘আমি একজন শক্ত ব্যক্তিত্ব নারী হয়েও আমার কাছ থেকে অনেকে সুযোগ নিতে চায়। শুধু শারীরিক সুযোগ না, আর্থিক সুযোগও নেওয়ার চেষ্টা করে। হয়তো কোনো জায়গায় কাজ করেছি, পেমেন্ট কিছু কম দিলো, কারণ আমার খারাপ সময় যাচ্ছে।’