শীতে কাবু পঞ্চগড়ের মানুষ, বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ
হিমালয় কন্যাখ্যাত শীতপ্রবন জেলা পঞ্চগড়ে মাঘের তীব্র শীতে কাবু হয়ে পড়েছেন মানুষজন। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা ও হিমশীতল বাতাসে কনকনে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
আজ রবিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ। ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এর আগে শনিবার সকাল ৯টায় এখানে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার এ রিপোট লেখা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি।
এদিকে শীতের তীব্রতায় বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। কাজে যেতে না পেরে পরিবার পরিজন নিয়ে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। শীত বস্ত্রের অভাবে অনেকে সকালে ও সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সরকারি ভাবে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনা অনেক কম।
গত চার দিন ধরে পঞ্চগড়ে সূর্য দেখা যায়নি। কুয়াশাচ্ছন্ন সমগ্র এলাকা। আরও কয়েক দিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।