ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আজ রবিবার সকাল থেকে নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে সকাল ৬টা ৫০ মিনিটে পুরো নৌরুট কুয়াশার চাদরে ঢেকে যায়। যে কারণে অস্পৃষ্ট হয়ে পরে মার্কিন বাতি। নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে দেয় বিআইডব্লিউটিসি কর্তপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে রবিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি রয়েছে। কুয়াশা কেটে গেলে আটকে পড়া যানবাহন দ্রুত পারাপার করা হবে।’