‘ফাহমিদা নবীর ডায়েরি’
অমর একুশে বইমেলায় লেখক হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। প্রথম বইয়ের নাম দিয়েছেন ‘ফাহমিদা নবীর ডায়েরি’। তিনি এটিকে আত্মোপলব্ধিমূলক বই বলেছেন। বইটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘আমার লিখতে ভালো লাগে শৈশব থেকেই। আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়ত, ডায়েরি লিখত, ভীষণ ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি। গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটিই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে, সেই ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, সেগুলোকে উপলব্ধি, অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি। এসব নিয়ে আমার প্রথম বই।’
তিনি আরও বলেন, ‘দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা, জানা, বোঝার নানা দিক আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, প্রশ্ন জাগায় সহজ সমাধানের লক্ষ্যে। অল্পের গল্প আর সেই সঙ্গে নিজের উপলব্ধির ব্যাখ্যাগুলোর মাধ্যমে নিজেও যেমন সহজ হতে চেষ্টা করি, তেমনি চাই মানুষও সহজ হোক, আপন উপলব্ধিতে। বাঁচতে শিখুক ভালোবাসায়। জীবনকে জয় করুক সাহসী বিশ্বাসের মর্যাদায়। সে কারণেই ফেসবুক পেজে ফাহমিদা নবী’স ডায়েরিতে নিয়মিত লিখি। যারা নিয়মিতভাবে পেজটির লেখা পড়েন, তারা আমার গানের পাশাপাশি লেখারও ভক্ত। তাদের অনেকেরই চাওয়া, আমার লেখাগুলোর একটি বই হোক, যেখানে সব লেখা একসঙ্গে থাকবে। তাদের চাওয়ার ইচ্ছে পূরণ করতেই এই বই। পাঠকের প্রতি ভালোবাসা রইল আমাকে উৎসাহিত করার জন্য।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘ফাহমিদা নবীর ডায়েরি’ প্রকাশ পাচ্ছে শব্দশিল্প প্রকাশনা থেকে। এর প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। মেলার প্রথম দিকেই ফাহমিদা নবী উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করবেন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল