প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের পথে হাঁটুন: রিজভী
'আমরা সংস্কার চাই, কিন্তু দীর্ঘ সময় নয়। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন। নয়তো জনগণ গণ আন্দোলনে উদ্বুদ্ধ হবে', বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড.রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর ডেমরায় হাজীনগর সেবা হাসপাতালের সামনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত সভাপতি এসএম সেলিম রেজা এবং সঞ্চালনায় ছিলেন ডেমরা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক আনিসুজ্জামন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং ডেমরা থানা বিএনপির প্রধান সমন্বয়ক ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রত্যাশী নেতা নবীউল্লাহ নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় দুস্থ ও গরীব শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আলমগীর মিয়া, জাকির হোসেন, নজরুল ইসলাম সকাল, মো. হাফিজ প্রমুখ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?