'জুলাই গণহত্যার বিচারে সরকার আন্তরিক নয়'

নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৫, ২৩:২২
শেয়ার :
'জুলাই গণহত্যার বিচারে সরকার আন্তরিক নয়'

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের ২৩তম জন্মবার্ষিকীতে সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। আজ শনিবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমীন রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুসরাত হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক উৎসব মোসাদ্দেক, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, দপ্তর সম্পাদক অনুপম রায় রূপক, কেন্দ্রীয় সদস্য জিনাত আরা, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি তুহিন ফরাজি, ঢাবি ছাত্র ফেডারেশনের সংগঠক সীমা আক্তার প্রমুখ।

সৈকত আরিফ তার বক্তব্যে বলেন, 'জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকারের প্রধান কর্তব্য ছিলো জুলাই গণহত্যার বিচারের উদ্যোগ নেয়া, শহীদদের পরিবারের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্যকে রক্ষা করা। কিন্তু সকল ক্ষেত্রেই বর্তমান সরকার ব্যর্থ হয়েছে।'

কর্মসূচিতে উৎসব মোসাদ্দেক বলেন, 'বর্তমান সরকারের প্রাথমিক কর্তব্য গণঅভ্যুত্থানের শহিদ, আহতদের তালিকা প্রণয়ন এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। শহিদ শাকিল শুধু জুলাইয়ে নয় বরং দীর্ঘদিন থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতীক হয়ে থাকবেন।'

সভাপতির বক্তব্যে আল-আমীন রহমান বলেন, 'সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে রাষ্ট্রের লড়াই আমরা '৭১ এ করেছি '২৪ সেই একই লড়াইয়ের ধারাবাহিকতা। যারা একে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে।'

মোমবাতি প্রজ্বলন কর্মসূচি থেকে আগামী ৩১ জানুয়ারি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণহত্যার বিচার, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দাবিতে ছাত্র সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।