আমরা চাই আগে সংস্কার তারপর নির্বাচন: অধ্যাপক মুজিবুর

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৫, ২১:০৭
শেয়ার :
আমরা চাই আগে সংস্কার তারপর নির্বাচন: অধ্যাপক মুজিবুর

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘আমরা চাই আগে সংস্কার, তারপর নির্বাচন। সরকারের উপদেষ্টা যারা আছেন, তারা যদি দ্রুত সংস্কার করতে পারেন, তাহলে নির্বাচন আগে হতে পারে। আমরা বলব, আগে সংস্কারের কাজ করেন, তারপরে ভোটের ব্যবস্থা করেন। তখন দেশের মানুষ আপনাদের সাধুবাদ জানাবে।’

আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা ও পৌরসভা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে এখন একটি সরকার আছে, উপদেষ্টা সরকার। এরা উপদেশ দিতে যানে, উপদেশ চলছে। এরা চালু করার যোগ্যতা রাখে না। সে অধিকার তাদেরকে দেয়া যায় না। নির্বাচিত সরকার যারা আসবে, তারাই আইন তৈরি করবে।

তিনি বলেন, সেজন্য জামায়াতে ইসলামী নির্বাচিত সরকার করার জন্য উপদেষ্টা সরকারকে আমরা বলতে চাই, বিগত সরকার অতীতে যেভাবে নির্বাচন করেছে, যেভাবে নির্বাচনকে ধ্বংস করেছে, ওই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা জনগণের ভোটের অধিকার ও ভোটের নির্বাচন চাই। যে নির্বাচনে জনগণ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে, সঠিকভাবে ভোট গণনা হবে এবং ভোটের রায় হবে। আমরা এরকম নির্বাচন চাই।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ইতিহাস শিখতে হবে, ইতিহাস সম্পর্কে সত্যকথা লিখতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। মিথ্যাচারের দিন শেষ হয়ে গেছে। আগামী দিনে কখনো মিথ্যা রিপোর্ট করা যাবে না। সত্য কথা বলতে হবে, সত্য কথা লিখতে হবে, সত্য কথা প্রচার করতে হবে।

দাউদকান্দি উপজেলা জামায়াতের সভাপতি মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

 এ সময় আরও বক্তব্য রাখেন, জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য মাওলানা খন্দকার আবুল বাশার, তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামিম সরকার বিজ্ঞ, কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, দাউদকান্দি পৌরসভার আমির আবুল কাশেম প্রধানীয়া, উপজেলা নায়েবে আমির শরীফ মুহাম্মদ রোকনউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান ও পৌরসভা সেক্রেটারি শাহজাহান তালুকদার।