কাপড় কিনলে মিলছে ফ্রি ফুলকপি

নীলফামারী প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৫, ১৯:৩৯
শেয়ার :
কাপড় কিনলে মিলছে ফ্রি ফুলকপি

নীলফামারীতে ৫০০ টাকার কাপড় কিনলে ৪টি ফুলকপি ফ্রি দিচ্ছেন এক কাপড় ব্যবসায়ী। জেলা সদরের রামগঞ্জ বাজারে মন্ডল কাপড় ক্লোথ ষ্টোর এ উদ্যোগ নিয়েছে।

গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কাপড়ের দোকানের সামনে অনেক ক্রেতার ভিড়। কাপড়ের সঙ্গে ফুলকপি ফ্রি দেওয়ার জন্য দোকানের সামনে স্তুপ করে রাখা হয়েছে ফুলকপি। ক্রেতা কাপড় কিনলেই হাতে দেওয়া হচ্ছে ৪টি ফুলকপি। ফুলকপি ফ্রি পাওয়ায় খুশি ক্রেতারা।

কাপড় ক্রেতা লাল বাবু রায় বলেন, ‘আমি মন্ডল ক্লোথ ষ্টোর থেকে ৫০০ টাকার কাপড় কিনেছি, কাপড়ের সঙ্গে ৪টি ফুলকপি ফ্রি পেয়েছি। আমি ফুলকপি ফ্রি পেয়ে অনেক খুশি। ফুলকপিগুলো অনেক বড়। আমি বাসায় নিয়ে গিয়ে পরিবার নিয়ে খেতে পারব। যাদের পরিবারে কাপড় প্রয়োজন এখানে কাপড় কিনলেই আমার মতো ফ্রি ফুলকপি পাবেন। অন্যদিকে পরিবারে সবজীর চাহিদা মিটবে।’ 

মন্ডল ক্লোথ ষ্টোরের মালিক ফরহাদ মন্ডল বলেন, ‘আমি ৬০ শতাংশ জমিতে ফুলকপি চাষ করেছি। বাজারে ফুলকপির দাম অনেক কম, তাই আমি কাপড়ের সঙ্গে ৪টি করে ফুলকপি ফ্রি দিচ্ছি। ক্রেতা ৫০০ টাকার কাপড় কিনলে ৪টি ফুলকপি ফ্রি দেওয়ায় আমার দোকানে ক্রেতারা উপচেপড়া ভিড় জমাচ্ছেন। অন্যান্য সময়ের চেয়ে এখন কাপড় বিক্রি হচ্ছে বেশি। ফুলকপি চাষ করে আমার প্রায় ১৫ হাজার টাকা লোকশান হয়েছে। তাই আমি লোকশান পোষাতে এ কাজ করতে বাধ্য হয়েছি। এতে ফুলকপিগুলোর গতি হচ্ছে।’

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, নীলফামারীতে ফুলকপির চাষ এবার অনেক বেশি হয়েছে। ফলন হয়েছে অনেক ভালো। বর্তমানে বাজারে অনেক দাম কম। তাই কৃষকেরা বিভিন্ন কৌঁশলে ফুলকপি বিক্রির চেষ্টা করছে।