মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের
রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধিমারা বাজার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মো. মোকাররম হোসেন নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক মো. মোকাররম হোসেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিকয়া এলাকার মৃত মোতাহারের ছেলে।
রাজবাড়ী জেলার পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শনিবার বিকেলে গান্ধিমারা বাজার এলাকায় একটি চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে থাক্কা মারে দ্রুতগতির একটি মাইক্রোবাস। এ সময় মোটরসাইকেলের চালক মোকাররম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই মাইক্রোবাসটির চালকে আটক ও মাইক্রোবাসটি জব্দ করার চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত ব্যাবস্থা চলমান আছে।