অজ্ঞাত পরিচয়ের শহিদদের পরিচয় শনাক্তের কাজ চলছে: তথ্য উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের সময় অজ্ঞাত পরিচয়ে দাফন করা শহিদদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ শনিবার রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শহিদদের কবর জিয়ারত ছাড়াও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন ও পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন তথ্য উপদেষ্টা। এ সময় শহিদ পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শহিদ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নাহিদ ইসলাম বলেন, ‘শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত পরিচয়ের শহিদদের পরিচয় শনাক্ত করার কাজ চলমান আছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?