২৭ জানুয়ারি আসছে তাদের ‘বাগান বিলাস’

বিনোদন প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৫, ১৬:১৮
শেয়ার :
২৭ জানুয়ারি আসছে তাদের ‘বাগান বিলাস’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে এই অভিনেত্রী যুক্ত হন ‘বাগান বিলাস’ নামের একটি মিউজিক্যাল ফিল্মে।

সাদিয়া ইসলাম রোজার পরিচালনায় এতে গান গাওয়া পাশাপাশি অভিনয়ও করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এবার মুক্তির পালা, আগামী ২৭ জানুয়ারি রাত ৯টায় ‘বাগান বিলাস’ উন্মুক্ত হবে নেটদুনিয়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই।

এর আগে, গেল সোমবার প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানান, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন।

‘বাগান বিলাস’-এ জয়ার সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত প্রীতম। এক সাক্ষাৎকারে এই গায়ক বলেন, ‘জয়া আপুর সঙ্গে এটি আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সঙ্গে এলিটা করিমও আছেন। আশা করি, দারুণ কিছু হবে।’