রাজবাড়ীতে ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৫, ১৪:৪৪
শেয়ার :
রাজবাড়ীতে ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। 

গতকাল শুক্রবার রাজবাড়ীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের জয়নাল শেখের ছেলে আব্দুল মান্নান (৩৪), বারেক মোল্লার ছেলে কামাল শেখ (৪০), শুকুর আলী শেখের ছেলে সাইদুল শেখ (৩৬), কালিচরণপুর গ্রামের মো. মালেক শেখের ছেলে মো. রাসেল শেখ (২০)। 

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম বলেন, ‘জেলা গোয়েন্দা শাখার এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজবাড়ীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় রাজবাড়ী সদর থানার হোগলাডাঙ্গী গ্রামের জয়নাল শেখের পুকুর চালার পশ্চিম পাশে একচালা টিনের ঘরের ভিতর থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’