পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে জনজীবন কাবু

পঞ্চগড় প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৫, ১০:২৬
শেয়ার :
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে জনজীবন কাবু

মাঘের শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের জনজীবন। কনকনে হাড়কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছেন এই জনপদের মানুষগুলো।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ। ঘন্টায় ১৩ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। 

গত তিনদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের শীত প্রবন জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু অবস্থা এ জেলার জনগণের। গ্রাম কিংবা শহর সবখানেই বেড়েছে শীতের তীব্রতা। মোটা জামাকাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হতে দেখা গেছে কর্মজীবী মানুষদের। কুয়াশা থাকায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন। দিনের বেলায়ও জ্বালাতে হচ্ছে হেডলাইট। 

আগামী দুই-একদিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।