দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৫
শেয়ার :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ শনিবার সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে রাত ৩টা ২০ মিনিটে পুরো নৌরুট কুয়াশার চাদরে ঢেকে যায়। যে কারণে অস্পৃষ্ট হয়ে পড়ে মার্কিন বাতি। নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে বিআইডব্লিউটিসি কর্তপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় নদীর দুই পারে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এ সময় আটকে পড়া যানবাহনের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত ৩টা ২০মিনিটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় শনিবার সকাল ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১২টি ফেরি দিয়ে পারাপার করানো হচ্ছে। আটকে পড়া যানবাহন দ্রুত পারাপার করা হচ্ছে।