ইসরায়েলি অভিযানের মুখে ঘর ছাড়ছেন পশ্চিম তীরের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৫, ০৯:১১
শেয়ার :
ইসরায়েলি অভিযানের মুখে ঘর ছাড়ছেন পশ্চিম তীরের বাসিন্দারা

টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের মুখে অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিনে ঘর-বাড়ি ছাড়ছেন শত শত বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পশ্চিম তীরের শহরটিতে ড্রোন থেকে অভিযানের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছিল।

গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর গত রবিবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

গাজায় যুদ্ধবিরতির প্রথম সপ্তাহেই পশ্চিম তীরে ইসরায়েলের এই অভিযান শুরু হয়৷ অভিযানটিতে ভারী সামরিক সরঞ্জামসহ হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলি বন্দিদের পাশপাশি তাদের জেলে বন্দি ফিলিস্তিনেদেরও প্রথম দফায় মুক্তি দেয়া হয়েছে।

ইসরায়েলের এক মুখপাত্র বলেন, শহরটির শরণার্থী শিবিরে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে যেন জেনিনের ক্যাম্প থেকে অন্যান্য জায়গাতেও অভিযান পরিচালনা করা যেতে পারে।’