অস্কারে সর্বাধিক মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ল ‘এমিলিয়া পেরেজ’
ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবে অস্কারে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে ‘এমিলিয়া পেরেজ’। এর মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, আন্তর্জাতিক কাহিনিচিত্র, আবহ সংগীত, গানসহ বিভিন্ন মনোনয়ন। স্প্যানিশ ভাষার ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁডিয়ার। এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে দ্বিতীয় সর্বাধিক ১০টি মনোনয়ন পেয়েছে ব্লকবাস্টার ছবি ‘উইকেড’। এ ছাড়া বিখ্যাত সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননোন’ ও পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’ ৮টি করে মনোনয়ন পেয়েছে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী ‘আনোরা’ ৬টি আর ব্লকবাস্টার আরেক ছবি ‘ডুন : পার্ট টু’ ও ‘দ্য সাবস্ট্যান্স’ ৫টি করে মনোনয়ন পেয়েছে।
২৩ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে শুরু হয় মনোনয়ন ঘোষণার অনুষ্ঠান। এতে ২৩টি বিভাগে মনোনীতদের নাম জানান ইতালিয়ান-আইরিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী র্যাচেল সেনেট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা-কমেডিয়ান বোয়েন ইয়েং।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২ মার্চ রয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করবেন। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল