কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি। গতকাল শুক্রবার কবর জিয়ারত ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়। বিকালে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে, সকালে বনানী কবরস্থানে কোকোর কবরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরপর তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিকালে বাদ আসর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ ছাড়া দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।