সাংবাদিক আনিসের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও
২৪ জানুয়ারী ২০২৫, ১৯:৩৬
শেয়ার :
সাংবাদিক আনিসের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক আনিসুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে জরুরি সভা শেষে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় নির্বাহীর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের নামা হবে বলে সিদ্ধান্ত হয়।

সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন জানান, সাংবাদিকের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে অন্যথায় সকল গণমাধ্যমকর্মী একত্রিত হয়ে এ হামলার কঠিন জবাব দিবে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। দায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমান। এ ঘটনায় আহত সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে মঙ্গলবার সকালে ৪ জনকে আসামি করে সোনারগাঁও থানায় অভিযোগ করেন।