হালুয়াঘাটে ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ময়মনসিংহের হালুয়াঘাটে বান্দরকাটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ১২ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি।
আজ শুক্রবার দুপুরে ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এ তথ্য জানান।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বৃহস্পতিবার রাতে ১১৩২/৬-এস সীমান্ত পিলারের হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলতলীতে চোরাকারবারিরা অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচারের চেষ্টা করছে। এমন সংবাদে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীনে বান্দরকাটা বিওপির বিজিবি টহল দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেন।
৩৯ বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত দায়িত্ব পালন করছে বলেও জানান লেফটেন্যান্ট মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।