‘একটি রাজনৈতিক দলের প্রভাবে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না’

নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৫, ১৯:১১
শেয়ার :
‘একটি রাজনৈতিক দলের প্রভাবে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না’

একটি বিশেষ রাজনৈতিক দল প্রভাবিত করায় অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মদিন উপলক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার রাজধানীর সবুজবাগে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘একটি বিশেষ দল দরজার পেছন দিক থেকে অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করছে। স্বাস্থ্যখাতসহ সব সেক্টরে এই বিশেষ দলটি সরকারকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করছে। যার ফলে মানুষের দুঃখ-দুর্দশা লাগবে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। ’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তার দল-বিএনপি সবসময় যেকোনো দুর্যোগে জাতীয়তাবাদী আদর্শ নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অনেকেই এই সহযোগিতার মনোভাবকে দুর্বলতা মনে করতে পারেন। তাদেরকে মনে রাখতে হবে এই দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীনতার সূর্য যেমন উদিত হয়েছিল; তেমনি এ দলের অনেক নেতা কর্মীর দীর্ঘ ত্যাগের বিনিময়ে স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। ’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকারকে আমাদের এই সহযোগিতার মনোভব দুর্বলতা নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গনমানুষের দল, তাই আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে এটাই প্রত্যাশা।’

কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টের সঙ্গে আঁতাতের রাজনীতি বিএনপি কখনোই করে নাই বলে উল্লেখ করেন ডা. রফিকুল ইসলাম।

এতে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব।