টেকনাফ পাহাড় থেকে অপহৃত ১৫ জনকে উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় পাহাড় থেকে অপহৃত ১৫ জনকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
আটক অপহরণকারী হচ্ছে, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় নুরুল কবিরের ছেলে মো. হারুন ও নূর মোহাম্মদ।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।
ওসি জানান, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপীয়া এলাকায় পাহাড়ে অপহরণকারীরা কিছু লোকজন মুক্তিপণের জন্য আটকে রাখে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকেও আটক করা হয়েছে।
ওসি আরও জানান, অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬-১৭ দিন আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের জোরপূর্বক আটক রাখা হয়। অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা শরনার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।