রাজনীতিতে আসছেন কি না, জানালেন ঋতুপর্ণা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৫, ১৭:৩৬
শেয়ার :
রাজনীতিতে আসছেন কি না, জানালেন ঋতুপর্ণা

পশ্চিমবঙ্গের অনেক তারকাই এখন রাজনীতিতে সরব। এবার রাজনীতি নিয়ে কথা বললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গতকাল বৃহস্পতিবার এক উৎসবে এই প্রশ্নের মুখোমুখি হন তিনি। জবাবে জানালেন, রাজনীতির কিছুই বোঝেন না তিনি।

পশ্চিমবঙ্গের চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে শুরু হয়েছে চুঁচুড়া উৎসব। সেখানেই গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা। সেখানে তিনি সাফ জানিয়েছেন, কোনোদিনও রাজনীতিতে জড়াবেন না তিনি। শিল্পী হিসেবেই সবার মনে থাকতে চান।

ঋতুপর্ণা বলেন, তিনি রাজনীতির কিছুই বোঝেন না। যদি মুখ্যমন্ত্রী ডাকেন? ঋতুপর্ণার জবাব, তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও বুঝিয়ে বলবেন বিষয়টা।