ডেমরায় দুই কাভার্ডভ্যানের মধ্যে সংর্ঘষ, নিহত ১
রাজধানীতে ঘন কুয়াশায় ডেমরা সড়কে থামানো একটি কাভার্ডভ্যানের সঙ্গে আরেকটি কাভার্ডভ্যান মধ্যে সংর্ঘষে মো. হৃদয় (৩০) নামে এক চালক নিহত। এর পাশাপাশি দুই গাড়িতে থাকা তিন জন আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন, শাহাবুদ্দিনের ছেলে নাজমুল (৪৫), আসাদ এর ছেলে বাবু (২৩), ও আ: আজিজের ছেলে শারফিন (৬০)। তাদের সবার বাড়ি নরসিংদী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, আজ শুক্রবার ভোরে ডেমরা সড়কে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের রাস্তায় একটি কভার্ডভ্যান তৈল শেষ বা ত্রুটির জন্য থামানো অবস্থায় ছিল। ওই অবস্থায় থাকাকালিন সময়ে আরেকটি দ্রুতগতির কাভার্ডভ্যান এসে ওই কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থামানো কাভার্ডভ্যানের চালক মারা যান। আহত হন উভয় গাড়ির তিন জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন। চিকিৎসার জন্য পাঠানো হয় ঢামেক হাসপাতালে। আর ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে পুলিশের ধারনা, ভোরের দিকে ঘন কুয়াশা থাকায় এ সংর্ঘষের ঘটনাটি ঘটে থাকতে পারে।
এছাড়া অন্য কোনো কারন রয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?