হিলিতে শীতের প্রকোপ বেড়েছে
দিনাজপুরের হিলিতে ৪ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। কুয়াশার চাদরে ঢাকা থাকছে হিলি। বাতাসের কারণে বেড়েছে শীতের প্রকোপ। শীতের তীব্রতায় দূর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কর্মজীবী মানুষেরা শীত উপেক্ষা করেই কাজ করছেন।
স্থানীয় মো. আব্দুল ওয়াহেদ জানান, ৪ দিন ধরে হিলিতে সূর্যের দেখা মিলছে না। শীতের কারণে বয়স্ক ও শিশুদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বয়স্ক মানুষেরা শীতের কারণে ঘর থেকে বের হতে পারছেন না।
অটোবাইক চালক মো. জামাল হোসেন জানান, সকাল থেকে অটো বাইক নিয়ে বের হলেও যাত্রী মিলছে না। শীতের কারণে মানুষজন প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না। তাই এ সড়ক সে সড়ক ঘুরছি। যদি সারাদিনে অটো চার্জের বিলের টাকাটা উঠে। সেই আশায় বের হওয়া।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জেলায় সর্বনিন্ম তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।