এ যেন শেখ হাসিনার কথার প্রতিধ্বনি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আগে সংস্কার পরে নির্বাচন- এ যেন শেখ হাসিনার কথার প্রতিধ্বনি। শেখ হাসিনা বলতেন, “আগে উন্নয়ন পরে গণতন্ত্র।” এ ধরনের কথা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার মূখে শোভা পায় না।
আজ শুক্রবার সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই।’
প্রশাসনে এখনো ৭০ শতাংশ আওয়ামী লীগের দোসর উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘তারাই দেশ পরিচালনা করেছেন। যারা বঞ্চিত ছিলেন তাদের মধ্যে হয়তো কয়েকজনকে পদোন্নতি দিয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেননি। অধিকাংশ সচিব ফ্যাসিস্টদের দোসর।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার। তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। সেখানে যতটুকু সংস্কার করা দরকার করবে কিন্তু অনন্তকাল ধরে সংস্কার হবে, নির্বাচন হবে না- এটা হতে পারে না।’
তিনি বলেন, ‘আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে। কারণ ওই দোসররা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতিক্রিয়া বিষয়ে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, ‘তাদের আচার আচরণে যদি নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে, আমরা শুনেছি উপদেষ্টাদের মধ্য থেকে একটা কিংস পার্টি করা হচ্ছে, নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের বিশেষ একটি রাজনীতি দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে- এগুলো দেখে কি রাজনীতিবিদরা সরকারের নিরপেক্ষতা নিয়ে কথা বলতে পারে না? এই নিয়ে প্রশ্ন রয়েছে। এগুলো নিয়ে রাজনীতিবিদরা প্রশ্ন করতেই পারে।’
সংস্কার বিষয়ে সরকারের জরিপ বিষয়ে রিজভী বলেন, ‘কাদের দিয়ে জরিপ চালাচ্ছেন? আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন। সরকারি সংস্থা দিয়ে যদি জরিপ করেন তাহলে তো সরকারের মুখ দেখেই তারা জরিপ করবে। আপনারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, দেখেন তারা কী চায়।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, ‘কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বর্তমান আহবায়ক আমিনুল হক সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।