কুয়াশায় ঢাকা রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা

অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৯
শেয়ার :
কুয়াশায় ঢাকা রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। সঙ্গে হিমেল হাওয়া থাকায় বেড়েছে শীতের তীব্রতা। জানুয়ারির শেষ সময়ে এসে মাঘের শীতে কাবু হয়ে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অফিস বলছে, এমন পরিস্থিতি থাকতে পারে আরও দুই-একদিন।

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

এ ছাড়া হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ শুক্রবার ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে রাজধানীতে। কুয়াশায় ভিজে গেছে সড়ক। সকাল সোয়া ৯টার দিকেও দেখা মেলেনি সূর্যের। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে রাস্তায় মানুষের আনাগোনা ছিল কম। যানবাহনগুলো সড়কে চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

এদিকে, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা সবশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘনকুয়াশার কারণে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। এমন পরিস্থিতি আরও এক-দুই দিন থাকতে পারে। 

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ, বাড়তে পারে গরমের অনুভূতি।