শিল্পকলায় আজ ‘বলয়’-এর উদ্বোধনী মঞ্চায়ন

বিনোদন সময় প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
শিল্পকলায় আজ ‘বলয়’-এর উদ্বোধনী মঞ্চায়ন

থিয়েটার আর্ট ইউনিটের ৪০তম প্রযোজনা নাটক ‘বলয়’। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী মঞ্চায়ন। বলয়ের রচনা ও নির্দেশনা দিয়েছেন মোকাদ্দেম মোরশেদ। বলয়ের কাহিনি গড়ে উঠেছে বৃত্তে আবদ্ধ মানব সত্তার বৃত্ত ভাঙার আকুতি এবং বাস্তবতার টানাপড়েন ঘিরে। কেন্দ্রীয় চরিত্র ত্রয় যথাক্রমে- একজন রাজনীতিবিদ, বিজ্ঞানচিন্তক এবং একজন তাত্ত্বিক। প্রত্যেকেই প্রতিষ্ঠিত, সমাজ-সংসারে আদৃত কিন্তু অন্তরাত্মায় একঘেঁয়েমির যাতাকলে নিষ্পেষিত। নির্দেশক মোকাদ্দেম মোরশেদ বলেন, পাণ্ডুলিপি সৃজন থেকে নাটক নির্মাণ পর্যন্ত যাত্রাপথটা বলয় থেকে বলয়ে অবগাহন এবং উত্তরণ। এই অবগাহন কখনও সাবলীল আবার কখনও ঘূর্ণন। আমাদের দল যেহেতু অভিনেতানির্ভর, ফলে সামগ্রিক নির্মাণে যেমন সংলাপনির্ভর অভিনয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি নাটকের দ্বান্দ্বিকতার দৃশ্যকল্প আলো-আবহ এবং মঞ্চ সজ্জার বিন্যাসে প্রতিফলিত করা হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার, রেজাউল আমিন সুজন, স্বাধীন শাহ্ , সেলিম মাহবুব, হাসনাত প্রদীপসহ অনেকে। নাটকটির আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, আবহে সেলিম মাহবুব।